Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে লড়ি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ২

সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ 
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:৪৬ PM

bdmorning Image Preview


গাজীপুরের কালীগঞ্জে লড়ি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে সাহেদ মিয়া (১৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ মোটরসাইকেল আরোহী আহত হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার দুর্বাটি-বক্তারপুর সড়কের পৈলানপুর বটতলা নামকস্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সাহেদ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের কাউলিতা গ্রামের শাহিন মিয়ার ছেলে। সে জাঙ্গালীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ৯ম শ্রেণির শিক্ষার্থী।

আহতরা হলেন- একই ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের সোলেমান দর্জির ছেলে সালাউদ্দিন দর্জি (১৮) ও দড়ি জাঙ্গালিয়া গ্রামের উলি উল্লাহ মোড়লের ছেলে শাহিন মোড়ল (১৮)। 

বক্তারপুর ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী রিপন জানান, নিহত সাহেদসহ তিনজন আরোহী নিয়ে দ্রুত গতিতে জাঙ্গালিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিকে থেকে আসা দ্রুতগতির একটি লড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সামনে থাকা চালক সাহেদ নিহত হয় এবং বাকি দুই আহতের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক তানিয়া ইসলাম মিতু জানান, আহত অবস্থায় দুইজনকে হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে শাহিনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

নিহতের বিষয়টি কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) মো. মশিউর রহমান নিশ্চিত করে বলেন, নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে এবং লড়িটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।

এ ব্যাপারে থানায় একটি অমৃত্যুর মামলা হবে বলেও জানান তিনি। 


 

Bootstrap Image Preview