Bootstrap Image Preview
ঢাকা, ৩০ শনিবার, মার্চ ২০২৪ | ১৬ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

তামিম অনিশ্চিত, ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ফিরছেন সাকিব !

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:২৬ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:২৭ PM

bdmorning Image Preview


আঙুলের ইনজুরিটা বেশ ভুগালো সাকিব আল হাসানকে। যার জন্য এশিয়া কাপের মাঝ পথে বাড়ি ফিরেতে হয়। এরপর  ঘরের মাঠে চলতি জিম্বাবুয়ে সিরিজ খেলতে পারলেন না । এখন সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এই সিরিজেও সাকিবের খেলা নিয়ে জেগেছে সংশয়।কিন্তু মাঠে ফেরার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন সাকিব।  

দলের সবাই যখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ম্যাচ জিতার লড়াই করছেন তখন মিরপুরের নেটে ঘাম ঝরানো অনুশীলন করছেন সাকিব।ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু হতে আর এক সপ্তাহ আছে। এই অল্প সময়ের মধ্যে সাকিব কি পুরোপুরি ফিট হতে পারবেন? 
দীর্ঘ দিন পর মাঠে ফেরা নিয়ে নিজের প্রস্তুতির কথা জানালেন সাকিব, মাত্রই প্রথম ব্যাটিং করলাম। স্পিন দিয়ে আস্তে আসতে শুরু করলাম। প্রথম দিন হিসেবে ভালোই মনে হলো। ব্যথাটা সেভাবে বোঝা যায়নি। সামনে যখন পেসটা বাড়বে, ভলিউম বাড়বে, তখন বোঝা যাবে। এভাবে এগোতে থাকি, দেখা যাক কী অবস্থায়। প্রথম দিন হিসেবে আমি বলবো, অনেক ভালো। 

ব্যাটিং করার সময় কোন ব্যথা অনুভব করছেন কি না তা জানতে চাওয়া হলে তিনি আরো বলেন,ওটাই বললাম যে কোনো ব্যথা অনুভব করিনি। বেশ ভালো অনুভব করিছি। এরপর ভলিউম বাড়লে, পেস বাড়লে এবং বেশিক্ষণ ব্যাটিং করলে বোঝা যাবে। 
এদিকে এক ইনজুরি থেকে ভালো হতে না হতে আরেক ইনজুরিতে পড়েছেন টাইগার দলের বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল।আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও তার খেলা অনেকটাই অনিশ্চিত । কিন্তু সেটা কি মনে করছে সাকিব,
কেউ খেলতে না পারলে দলের জন্য একটা নেতিবাচক ব্যাপার। কিন্তু আমি আশা করবো ও যেনো প্রথম ম্যাচের আগে ফিট হয়ে যায়। দেখা যাক ফিজিও ওর বিষয়ে কী বলে। 

বাংলাদেশ সফরে প্রথমে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ । এই টেস্ট সিরিজে শুরু থেকে ফিরতে কতুটুকু আশাবাদী সেটাও জানিয়ে দিলেন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আস্তে আস্তে শুরু করেছি। এরপর পেস বাড়ার পর বুঝতে পারবো কী হচ্ছে। জলদি করা যাবে না। এটা হলো প্রথম কথা। কয়েক দিনের ভিতরে বুঝতে পারবো, কী হবে।

Bootstrap Image Preview