Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে প্রতিমন্ত্রী চুমকির উঠান বৈঠক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:২৬ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:২৬ PM

bdmorning Image Preview


সোহেল আহমেদ খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে উঠান বৈঠক করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

আজ বুধবার বিকেলে উপজেলা তুমলিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে প্রতিমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করতে নারীদের এগিয়ে আসার আহবান জানিয়ে উঠান বেঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। 

তিনি বলেন, সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। বিশেষ করে নারীদের আত্মনির্ভরশীল করতে কর্মমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। প্রশিক্ষণ নিতে আসা-যাওয়ার জন্যও অর্থ দিয়ে সহায়তা করে যাচ্ছে। তাই আগামী নির্বাচনেও ভোট দিয়ে নৌকাকে বিজয়ী করতে আহবান জানান প্রতিমন্ত্রী।

এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা পরিষদের সদস্য শফিউল কাদের নান্নু, আওয়ামী লীগ নেতা কাজী সালাউদ্দিন, শরীফ হোসেন খান কনক, হাসান শরীফ খান ববি, যুবলীগ নেতা কাজী হারুন-অর-রশিদ টিপু, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন, মহিলা নেত্রী জুয়েনা আহমেদ, আমিরুন্নেছাসহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উঠান বৈঠকে স্থানীয় ৩ শতাধীক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। 

 

 

Bootstrap Image Preview