Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শ্রীপুরে গবাদি পশু চুরির আতঙ্কে কৃষকেরা

সাখাওয়াত হোসেন সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:২১ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ০৬:২১ PM

bdmorning Image Preview


গাজীপুরের শ্রীপুরে বিভিন্ন এলাকায় গবাদি পশু চুরির আতঙ্কে রয়েছেন কৃষকেরা। গত এক সপ্তাহে শ্রীপুর পৌর শহরের ভাংনাহাটি ও টেংরা এলাকা থেকে ১২ টি গরু, একটি মহিষ চুরির ঘটনা ঘটেছে।

এসবের মধ্যে ভাংনাহাটি এলাকার নূরে আলম মোল্লার পাঁচটি, আনিসুর রহমানের ছয়টি, জাহিদ হাসানের একটি এবং টেংরা গ্রামের শাহাবুদ্দিনের একটি মহিষ চুরি হওয়ার কথা জানা গেছে। গবাদি পশু চুরির এসব ঘটনায় শঙ্কিত হয়ে পড়েছেচ ওইসব এলাকার কৃষকেরা।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে ভাংনাহাটি গ্রামের কৃষক আনিসুর রহমানের বাড়িতে ৬ টি গরু চুরির ঘটনায় বুধবার (১৪ নভেম্বর) শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, হালের বলদ, দুধের গাভী এবং মহিষ চুরি হওয়ার কারণে তারা অর্থনৈতিকভাবে চরম সংকটের মুখে পড়েছেন। চুরি রোধ করা না হলে আসন্ন কৃষি মৌসুমে কৃষি উৎপাদন বিঘ্নিত হবে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম বলেন, এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং জোরদার করা হয়েছে।

 

Bootstrap Image Preview