Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জ- ১ আসনে আ’লীগ-বিএনপিসহ ২৪ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিলেন

হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৮, ১১:৩৫ AM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১১:৩৭ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসাবে সুনামগঞ্জ -১ (তাহিরপুর-জামালগঞ্জ- ধর্মপাশা ও মধ্যনগর) আসনের বিপরীতে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে ১৬ প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। অন্যদিকে বিএনপির ৭ প্রার্থী ও ইসলামী ঐক্যজোঠের অপর এক প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। 

এ পর্যন্ত মোট ২৪ প্রার্থী নিজ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্ধের নিকট তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা যায়। 

এর মধ্যে গত সোমবার আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশারীরা সোমবার তাদের মনোনয়ন ফরম জমা দেন। আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেন, বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন এমপি, সাবেক সংসদ সদস্য সৈয়দ রফিকুল হক সোহেল, কেন্দ্রীয় কৃষকলীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, সিলেট জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউল করিম শামীম, যুগ্ম সম্পাদক হায়দার চৌধুরী লিটন, প্রয়াত সংসদ সদস্য আবদুস জহুরের ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার, সাবেক যুগ্ম সচিব বিনয়ভূষণ তালুকদার ভানু, প্রয়াত সংসদ সদস্য আবদুল হেকিম চৌধুরীর ছেলে আওয়ামী লীগ নেতা রফিকুল হাসান চৌধুরী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট আক্তারুজ্জামান সেলিম, প্রবাসী আওয়ামী লীগ নেতা শক্তিপদ রায়, সুনামগঞ্জ চেম্বার্স অব কমাস’র সভাপতি জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, আওয়ামী আইনজীবী পরিষদ নেতা ব্যারিস্টার মো. কাওছার।

অপরদিকে এ আসনে মঙ্গলবার বিকেল পর্যন্ত বিএনপির ৭ মনোনয়ন প্রত্যাশী তাদের মনোনয়ন ফরম কেন্দ্রীয় নেতৃবৃন্ধের নিকট জমা দিয়েছেন। 

বিএনপির দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন ফরম জমা দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নজির হোসেন, জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনিসুল হক, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি অধ্যাপক ডা. রফিক চৌধুরী, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল, যুগ্ম সম্পাদক শাবির সাবেক ছাত্রদল নেতা মামুনুর রশীদ শান্ত, ধর্মপাশা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আবদুল মোতালেব খান, যুক্তরাজ্য বিএনপির আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক ব্যারিষ্টার হামিদুল হক আফিন্দি লিটন।

এছাড়াও ইসলামী ঐক্যজোঠের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মো. আশরাফ আলী এ আসন থেকে জোঠ প্রার্থী হিসাবে মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্ধের নিকট মনোনয়ন ফরম জমা দেন।’ 

Bootstrap Image Preview