Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হুমায়ূন আহমেদের স্বপ্নের নুহাশ পল্লীর রাস্তা বন্ধ করে দিয়েছে বনবিভাগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ১১:০৬ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১১:০৬ PM

bdmorning Image Preview


দেশবরেণ্য কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের স্বপ্নের নুহাশ পল্লীর প্রবেশের রাস্তাটি বন্ধ করে দিয়েছে বনবিভাগ। এর ফলে নুহাশ পল্লীতে প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

প্রায় দেড়মাস আগে নুহাশ পল্লীর প্রায় ১শ’ গজ সামনে প্রবেশের রাস্তাটি বন্ধ করে দেয় বনবিভাগ

জানা যায়, পল্লীর ভেতর সাহিত্যিকদের নিজের হাতে লাগানো বিভিন্ন প্রজাতির আম বাগানের ৫৫ শতাংশ জমি বনবিভাগের বলে দাবি করে একটি বিজ্ঞপ্তি জারি করে দেওয়া হয়েছে। এতে লেখা রয়েছে ‘সংরক্ষিত বনভূমি’।

নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, পল্লীতে প্রবেশের রাস্তাটিতে কাঠের খুঁটি পুঁতে ও গর্ত করে বন্ধ করে রেখেছে। রাস্তা বন্ধ থাকায় হুমায়ূন ভক্তসহ সবার চলাচলের বিঘ্ন ঘটছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনবিভাগের লোকজন নুহাশপল্লীতে যাওয়ার রাস্তাটি বন্ধ করেছে। নুহাশপল্লী স্থাপনের অনেক বছর আগে থেকেই এ রাস্তাটি ছিল।

এই রাস্তাটি দিয়ে শতশত মানুষ চলাচল করে। রাস্তা বন্ধ করে দেওয়ায় নুহাশ পল্লীর ভেতর হুমায়ূন স্যারের ভক্তসহ এলাকার লোকজনের চলাচলের বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতনদের নির্দেশে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। রাস্তাটি বন বিভাগের।

এ বিষয়ে জানতে চাইলে হুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন জানান, হুমায়ূন ভক্তদের দিকে তাকিয়ে ও এলাকাবাসীর চলাচলের সুবিধার জন্য রাস্তাটি খুলে দেওয়া ও মেরামত করা উচিত। এ নিয়ে আমরা আবেগতাড়িত হয়ে পড়েছি। এটি হুমায়ূনের পছন্দের একটি জায়গা।

তিনি বলেন, আমরা চেষ্টা করবো বনবিভাগের সঙ্গে আলোচনা করে একটা ব্যবস্থা করতে। এখানে কোনো স্থাপনা আমরা করিনি শুধু গাছই আছে।

Bootstrap Image Preview