Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘মহাজোট থেকেই নির্বাচন করবে জাতীয় পার্টি’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:৫৫ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:৫৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


জাতীয় পার্টি  মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মহাজোট থেকে জাতীয় পার্টি নির্বাচনে অংশ গ্রহণ করবে।

মঙ্গলবার বনানীতে দলীয় চেয়ারম্যানের কার্যালয়ে তিনি জোটবদ্ধভাবে নির্বাচনের ঘোষণা দেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, জাতীয় পার্টি মহাজোটে থেকেই নির্বাচনে অংশ নেবে।

আলোচনার মধ্য দিয়ে আওয়ামী লীগের কাছ থেকে প্রত্যাশিত সংখ্যক আসন পাওয়ার আশাও করেছেন দলটির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

উল্লেখ্য, দশম সংসদ নির্বাচন এইচ এম এরশাদের দল আলাদাভাবে অংশ নিলেও ২০০৮ সালের নির্বাচন জোট বেঁধেই করেছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।

আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 'মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।

Bootstrap Image Preview