Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তিতাসে বন্দরামপুর আদর্শ একাডেমী স্কুলের শুভ উদ্বোধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:৫৪ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ১০:০২ PM

bdmorning Image Preview


মোঃ জুয়েল রানা, তিতাস ( কুমিল্লা) প্রতিনিধি:

"সু-শিক্ষাই আমাদের অঙ্গীকার" এই প্রতিপাধ্যকে সামনে রেখে, কুমিল্লা তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়নের বন্দরামপুর গ্রামের মুন্সি মার্কেট সংলগ্ন বন্দরামপুর আদর্শ একাডেমী স্কুলের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকাল ১২টায় উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রাশেদা আক্তার প্রধান অতিথি এবং ৪নং কড়িকান্দি (সদর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মহসিন ভূঁইয়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে স্কুলটি উদ্বোধন করেন।

বন্দরামপুর আর্দশ একাডেমী স্কুলের সভাপতি হাফেজ মোঃ শাহজালাল হানাফীর সভাপতিত্বে এবং মনির হোসেনে মুন্সি'র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার আব্দুল আউয়াল, সহকারী শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, মোঃ আব্দুস সালাম, কুমিল্লা (উত্তর) জেলা কৃষকলীগের সহ-সভাপতি মো. রাজা মিয়া সওদাগর।

এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দুই বারের নির্বাচিত মেম্বার মো. আবুল কাশেম মুন্সী, মো. মাইনুদ্দিন মুন্সী, খায়ের মুন্সি, মো.মোক্তার হোসেনসহ অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রাশেদা আক্তার বলেন, আমি অত্যান্ত খুশি হয়েছি বন্দরামপুর আদর্শ একাডেমী নামে একটি স্কুল প্রতিষ্ঠিত করায়। তবে অনুরোধ থাকবে স্কুলটি যেন ব্যাবসার উদ্দেশ্যে না হয়, প্রকৃত শিক্ষার উদ্দেশ্যে হয়। 

 

 

Bootstrap Image Preview