Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপকূল দিবস বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি প্রদান

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৭:৫৮ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৭:৫৮ PM

bdmorning Image Preview


১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে ঘোষণার দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে রাঙ্গাবালী প্রেসক্লাব।

মঙ্গলবার (১৩ নভেম্বর) এ স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি কামরুল হাসান, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি এম সোহেল, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি শুভ সিকদার, দৈনিক অন্য দিগন্তের প্রতিনিধি জাহাঙ্গীর আলম ও দৈনিক সকাল বেলার প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক বর্তমান প্রতিনিধি মুহাম্মাদ আল-আমিন, দ্যা পিপলস্ টাইমস প্রতিনিধি আইয়ুব খান, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধি এমএ ইউসুফ আলী, আমির হোসেন আমু ও গোলাম আজম প্রমুখ।

এদিকে একই দাবিতে একইদিনে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো. রফিকুল ইসলামের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে, গলাচিপা প্রেসক্লাব।

এসময় উপস্থিত ছিলেন, গলাচিপা উপকূলীয় উন্নয়ন ও গবেষণা ফোরামের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক বাবু শংকর লাল দাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহাগ রহমানসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, সংকট আর সম্ভাবনা নিয়ে বাংলাদেশের দক্ষিণে সমুদ্ররেখায় জেগে আছে উপকূল অঞ্চল। এ জনপদের মানুষদের প্রতিনিয়ত প্রতিকূল পরিবেশের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হচ্ছে। কখনো ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড হয়, কখনো জলোচ্ছ্বাসে ভাসে। প্রতিবছর দূর্যোগে হাজারো মানুষের প্রাণনাশসহ কোটি কোটি টাকার সম্পদহানী ঘটে। চারদিকে শুধু আতঙ্ক আর আতঙ্ক। উপকূলের মানুষের হাজারো সমস্যা থেকে উত্তরণের জন্য সবার সহায়তা এবং টেকসই উদ্যোগের দরকার।

Bootstrap Image Preview