Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ, জেএসসি পরীক্ষার্থীসহ আহত ৫

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৬:১৯ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৬:২০ PM

bdmorning Image Preview


খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জেএসসি পরীক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। 

গতকাল সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার পুটিয়াখালীর মীরের হাট এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতরা জানায়, চলমান জেএসসি পরিক্ষায় নিজামিয়া কেন্দ্র থেকে তুহিন এক পরীক্ষার্থী পরিক্ষা শেষে বাড়ি ফেরার সময় বাড়ায় চালিত মোটরসাইকেল নিয়ে কথা কাটাকাটি হয়।

পরে তুহিন পরীক্ষা কেন্দ্র থেকে চলে আসলে উপজেলার উত্তমপুর ব্রীজ এলাকার ইসা, রায়হান, মেহেদি, শিপন, ফেরদাউস তুহিনকে চড়থাপ্পড় দিয়ে ছেড়ে দেয়। পরে সন্ধ্যার দিকে উপজেলার মীরের হাট বাজারে স্থানীয় সোহেল মুন্সি, দবির মীরা, সম্রাট, ফারুক, হারুন, ইসা, রায়হান, মেহেদি, শিপন, ফেরদাউসসহ ২০/২৫ জনের একটি দল তাদের উপর হামলা চালায়।

এ সময় এসএসসি পরীক্ষার্থী মোঃ কামাল খান (১৮), টেম্পু চালক মোঃ সোহগ হোসেন (২৮), জেএসসি পরীক্ষার্থী মোঃ তুহিন (১৩), বড়ইয়া কলেজের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ এনামুল হোসেন (১৮) ও বরিশাল অমৃত লালদে মহাবিদ্যালয়ের একাদশ শ্রেনীর ছাত্র মোঃ মুইন হোসেন (১৮) আহত হয়। 

আহতদের উদ্ধার করে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কামাল, সোহাগ ও তুহিনকে বরিশাল শেবাচিমে প্রেরন করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। 

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। 

 

Bootstrap Image Preview