Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মৌলভীবাজার-১ আসন থেকে মনোয়নপত্র নিলেন সেই দারাদ আহমদ

হৃদয় দেবনাথ, মৌলভীবাজার শহর প্রতিনিধি:
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৫:০৫ PM
আপডেট: ১৪ নভেম্বর ২০১৮, ১০:৩০ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মৌলভীবাজার-১ আসনে বিএনপির মনোনয়ন চাইবেন বিগত ১/১১ প্রেক্ষাপটে তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণতন্ত্র হত্যা মামলার বাদী ও জাসাস কেন্দ্রীয় কমিঠির সহ-সাধারণ সম্পাদক দারাদ আহমদ।

বড়লেখা বিএনপির সাবেক সভাপতি তরুণ এই নেতা নির্বাচনী এলাকায় পোষ্টার ফেস্টুন টাঙ্গিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। মঙ্গলবার (১৩ নভেম্বর) দপুরে তিনি দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ফরম সংগ্রহ করেছেন।

অপেক্ষাকৃত তরুণ ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় দারাদ আহমেদের রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। বিশেষ করে বিএনপির ত্যাগী নেতা কর্মী এবং তরুনদের নিকট নির্বাচনী মাঠের ক্রেজ হিসেবে আবির্ভুত হয়েছেন তিনি। তার মনোনয়ন ক্রয়ের খবরে আসনের নির্বাচনী মাঠে বইছে নানা মুখরোচক আলাপচারিতা। সংসদ নির্বাচনে বড়লেখা আসনে তার প্রার্থী হওয়ার বিষয়টি চাউড় হয়ে যাওয়ায় এ নিয়ে চলছে নানা হিসেব নিকেশ।

প্রার্থীতা প্রসঙ্গে জানতে চাইলে দারাদ আহমেদ বলেন, দলের জন্য কাজ করছি। দল যে সিদ্ধান্ত নেবে তা ভালর জন্যই নেবে। তবে নির্বাচনে অংশ নিতে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য ফরম সংগ্রহ করেছি।

বিগত ১/১১ প্রেক্ষাপটে খালেদা জিয়া কারান্তরীন হবার পর নেদারল্যান্ডের দি হেগ সিটিতে আর্ন্তজাতিক আদালতে নেত্রীর মুক্তি ও গণতন্ত্র হত্যার অভিযোগে মামলা দায়ের করে শুধু বাংলাদেশেই নয় বিশ্বের সচেতন বাংলাভাষাভাষীদের দৃষ্টি কাড়তে সক্ষম হন দারাদ আহমদ। চলে আসেন আলোচনায়। আর এ কারনে দলের নীতি নির্ধারকদের পাশাপাশি খালেদা জিয়ার গুডবুকে চলে আসেন দারাদ।

Bootstrap Image Preview