Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চিত্রনায়ক সোহেল রানার হাত থেকে মনোনয়নপত্র নিলেন হিরো আলম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১১:১০ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১১:১৬ PM

bdmorning Image Preview


যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ ‘হিরো আলম’ (আসল নাম আশরাফুল হোসেন আলম) অনেক দিন থেকেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার কথা বলে আসছিলেন। তা এবার বাস্তবায়নের পালা।

সোমবার (১২ নভেম্বর) বিকেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। দলটির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার কাছ থেকে মনোনয়নপত্র সংরহ করেন তিনি।

এ বিষয়ে তিনি ফেসবুকে লিখেছেন- "সবাই আমার জন্য দোয়া করবেন। আমি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ আসনে প্রার্থী হিসেবে জাতীয় পার্টির মনোনয়ন সংগ্রহ করেছি। আমার হাতে মনোনয়ন তুলে দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা। তিনি আমার গুরুজন।"

এর আগে হিরো আলম আরও বলেন, আমার গর্ব আমি বগুড়ার সন্তান। তাই বগুড়া নিয়েই আমার স্বপ্ন বেশি। আমি এলাকার মানুষের সঙ্গে থাকতে চাই।

অসংখ্য মানুষের ভালোবাসা পেয়ে আমি আজকের হিরো আলম হয়েছি। নিজের জনপ্রিয়তা দিয়েই এমপি হতে চাই বলেও জানান তিনি।

তিনি বলেন, আমি যদি সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হই তাহলে আমি তাদের ও দেশের উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করবো। শুধুমাত্র দেশের মানুষের কারণেই আজ আমি হিরো আলম।

Bootstrap Image Preview