Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শুরু হল ১০ম যাত্রানুষ্ঠান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১১:০১ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১১:০১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


যাত্রাপালাগুলোর সঠিক মূল্যায়নের মাধ্যমে সক্রিয় যাত্রাদলগুলোকে নিবন্ধন করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ১০ম যাত্রানুষ্ঠান। ১২ থেকে ১৩ নভেম্বর দুপুর ২.৩০টা হতে রাত ০৮.১০টা পর্যন্ত নয়টি যাত্রাদল অনুষ্ঠানটিতে যাত্রাপালা মঞ্চায়ন করবে।

আজ সোমবার (১২ নভেম্বর) যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী ১০ম যাত্রানুষ্ঠান শুরু হয়েছে।

যাত্রাপালা মূল্যায়ন করার জন্য যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সদস্যবৃন্দ হিসেবে অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আইটিআই বিশ্ব সভার সাম্মানিক সভাপতি রামেন্দু মজুমদার, যাত্রাশিল্পী উন্নয়ন কমিটির সভাপতি জনাব মিলন কান্তি দে, নাট্যজন এস এম মহসীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. আফসার আহমেদ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জনাব মোঃ বদরুল আনম ভূঁইয়া। তাদের মূল্যায়নের ভিত্তিতেই যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে।

উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ৯টি পর্যায়ে ১০৬টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ১৫টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।

আজ মঞ্চায়ন করা হয় খুলনার বনানী অপেরার “মায়ের চোখে জল”, যশোরের দি সিজারস যাত্রা ইউনিটের “মমতাময়ী মা” এবং ঢাকার শিখা নাট্যগোষ্ঠীর “অনুসন্ধান” যাত্রাপালা। ১০ম যাত্রানুষ্ঠান এ অংশগ্রহণকারী সকল যাত্রাপালা দর্শকদের জন্য উন্মক্ত থাকবে।

Bootstrap Image Preview