Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসীর লাশ উদ্ধার

শামীম খান, মাগুরা প্রতিনিধি:
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৪:৫৭ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৪:৫৭ PM

bdmorning Image Preview


শহরের বরুনাতৈল এলাকা থেকে সেলিম মোল্যা ওরফে হাঙ্ক সেলিম (৩০) নামে পুলিশের তালিকাভুক্ত এক সন্ত্রাসীর লাশ উদ্ধার করা হয়েছে। 

আজ সোমবার ভোরে এলাকার একটি ধানক্ষেত থেকে হাত পা বাধা ও গলা কাটা অবস্থায় তার লাশটি উদ্ধার করে পুলিশ।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, পুলিশের রেকর্ড অনুযায়ী তার বাড়ি পার্শবর্তী ফরিদপুর জেলার মধুখালী থানার ডুমাইন গ্রামে। সে এ গ্রামের জাফর মোল্যার ছেলে।

সেলিম তালিকাভুক্ত সন্ত্রাসী। তার নামে মধুখালীসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে। তার বাবা জাফর মোল্যা পুলিশের একজন তালিকাভুক্ত অপরাধি ছিল। কিছুদিন আগে স্থানীয় মধুখালী পুলিশের সাথে সে বন্দুক যুদ্ধে নিহত হয়। পুলিশের ধারণা অপরাধ জগতের প্রতিপক্ষ একটি গ্রুপ তাকে হত্যা করে লাশ বরুনাতৈল এলাকায় ফেলে গেছে।

স্থানীয় ডুমাইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খুরশিদ আলম মাসুম জানান, নিহত সেলিম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। তার বাবা জাফর মোল্যা ডাকাতিসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল। কয়েক বছর আগে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে সে মারা যায়। সেলিম ভারতীয় হাঙ্ক মোটরসাইকেল চালানোর কারণে সে এলাকায় হাঙ্ক সেলিম নামে পরিচিত ছিল।  

Bootstrap Image Preview