Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

শৈলকুপায় পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৯:১০ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৯:১০ PM

bdmorning Image Preview


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপার সার্কেল এসপি তারেক আল্ মেহেদীর সফল নেতৃত্বে শৈলকুপা থানা পুলিশ মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান শুরু করেছে।

গতকাল শনিবার দিনব্যাপী এই অভিযান গাড়াগঞ্জ, মদনডাঙ্গা, শেখপাড়া, ত্রিবেনী, রামচন্দ্রপুর,তমালতলা ও পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চলে।

মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে শৈলকুপার সার্কেল এসপি তারেক আল্ মেহেদীর নেতৃত্বে মহড়ায় অংশ নেন শৈলকুপা থানার ওসি কাজী আয়ুবুর রহমান, ওসি তদন্ত মোঃ কামাল হোসেনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

শৈলকুপা থানা পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী এই অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

শৈলকুপার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের অভিমত মাঝে মধ্যে এ রকম অভিযান চললে মাদক ব্যাবসায়ী ও সন্ত্রাসীরা এলাকায় ঠাঁই পাবে না।

পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান সম্পর্কে কাজী আয়ুবুর রহমান বলেন, শৈলকুপার মাটিতে মাদক ও সন্ত্রাসের কোন স্থান নেই, এই অভিযান অব্যাহত থাকবে।

Bootstrap Image Preview