Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সোমবার নির্বাচন পেছানোর সিদ্ধান্ত জানাবেন সিইসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৭:২০ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৭:২০ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, তফসিল অনুযায়ী ২৩ ডিসেম্বর অনুষ্ঠেয় সংসদ নির্বাচন পেছানো হবে কি-না সে সিদ্ধান্ত সোমবার (১২ নভেম্বর) জানানো হবে।

রবিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সরকারি দল এক সপ্তাহ নির্বাচন পেছানোর দাবি করেছে- এ দাবির বিষয়ে সিইসি বলেন, সেই খবর পাইনি। আগামীকাল (সোমবার) বলা যাবে কমিশন সভার পর সিদ্ধান্ত জানা যাবে। বর্তমান কমিশন অংশগ্রহণমূলক নির্বাচন চায় উল্লেখ করে সিইসি বলেন, অবশ্যই আমরা অংশগ্রহণমূলক নির্বাচন চাই। কিন্তু এটা কবে কখন কি হবে, বা পেছানোর বিষয়ে এ সব বিষয়ে কিছুই বলতে পারব না। কারও সঙ্গে কিছু বলিনি।

ঐক্যফ্রন্ট নির্বাচনে আসার বিষয়ে সিইসি বলেন, আমাদের কাছে এখনও আসেনি। আমি এখনও পাইনি।

বিএনপি বলছে নির্বাচনে আসবে, আপনিও চেয়েছেন সব দল নির্বাচনে আসুক এ বিষয়ে সিইসি বলেন, আমরা অবশ্যই চাই সব দল নির্বাচনে আসুক। তবে কখন কোথায় কি করা হবে না হবে সেটি এখনি কিছুই বলতে পারব না। কারণ কারো সঙ্গেই এ বিষয়ে কথা হয়নি।


 

এর আগে নির্বাচনের তফসিল একমাস পেছানোর দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দেয় বিএনপি।

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এই চিঠি কমিশন সচিব হেলালুদ্দিন আহমদের কাছে জমা দেয় বিএনপির একটি প্রতিনিধি দল।

এদিকে, নৌকা প্রতীকে যে সব দল নির্বাচনে ভোট করবে নির্বাচন কমিশনে সেই তালিকা জমা দিয়েছে আওয়ামী লীগ।

দলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলের নেতৃত্বে একটি প্রতিনিধ দল কমিশন সচিবের কাছে এ তালিকা জমা দেন।

এছাড়া, মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থীতা প্রত্যাহারের তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে যুক্তফ্রন্ট চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

চিঠিতে ভোট গ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করার প্রস্তাব করেছেন তিনি।

Bootstrap Image Preview