Bootstrap Image Preview
ঢাকা, ১৮ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আ’লীগের ফরম সংগ্রহ করলেন আফিয়া বেগম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৬:৩১ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৬:৩১ PM

bdmorning Image Preview


মুন্সিগঞ্জ ২ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিক্রাপুরের জেলা গভর্নর প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ শামসুল হকের মেয়ে অ্যাডভোকেট আফিয়া বেগম।শনিবার ঢাকার ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। পরে রবিবার সন্ধ্যায় তিনি ফরম জমা দিয়েছেন।

অ্যাডভোকেট আফিয়া বেগমের সাথে কথা বললে তিনি জানান, বাবার দীর্ঘ ৫০ বছর আ’লীগের হয়ে কাজ করেছেন।এসময় তিনি ১৯৭৫ সালে বিক্রাপুরের জেলা গভর্নর মনোনিত হওয়ার পরে একাধিক কার্যক্রম হাতে নিয়েছিলেন।কিন্তু সে বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে হত্যার পরে আমার পরিবার সহ ১৯৮১ সাল পর্যন্ত জীবন ঝুঁকি নিয়ে থাকতে হয়।এর ফলে অনেক কার্যক্রম সাফল্যের মুখ দেখতে ব্যথ হয়। আর তাই আমি আমার বাবার স্বপ্ন পূরণের ইচ্ছায় কানাডার প্রবাস জীবন ত্যাগ করে দেশে এসেছি এবং দীর্ঘ ২ বছর ধরে বাবার অসমাপ্ত কাজগুলো নিয়ে কাজ করে যাচ্ছি।

কথার এক পর্যায় তাকে প্রশ্ন করলে, জাতীয় সংসদের ১৭২ নং আসনটি মুন্সিগঞ্জ-২ আসন। আর এখান থেকে তো আপনি ছাড়া বর্তমান এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি এবং অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম আওয়ামী লীগের টিকেট চাইছেন।এ বিষয়ে আপনি কি ভাবছেন?

তিনি বলেন, ‘আমি দলীয় ভাবে মনোনয়ন প্রত্যাশী হলেও, মৃত্যুর আগ পর্যন্ত আমার বাবার জন্মস্থান লৌহজং উপজেলা ও টঙ্গীবাড়ী উপজেলার সাধারন মানুষের জন্য কাজ করে যেতে চাই। আর এ লক্ষ্যে আমি লৌহজং উপজেলায় আমার বাবা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ শামসুল হকের নামে একটি ফাউন্ডেশন করেছি।যার মাধ্যমে আমি এলাকার সকল শ্রেণীর মানুষকে সাথে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার আধুনিক বাংলাদেশ গড়ার কার্যক্রম চালিয়ে যাচ্ছি’।

প্রসঙ্গত, এলাকা এক সময় বিএনপির দুর্গ হিসেবে পরিচিত হলেও ২০০৮ সালের নির্বাচনে বিএনপির এই দূর্গের পতন ঘটান আওয়ামী লীগ প্রার্থী। তখনকার বিএনপির প্রার্থী মিজানুর রহমান সিনহাকে প্রায় ২০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আ’লীগ প্রার্থী।

মুন্সিগঞ্জ-২ আসনটি জাতীয় সংসদের ১৭২ নং আসন। লৌহজং উপজেলা ও টঙ্গীবাড়ী উপজেলা নিয়ে গঠিত এই আসন।এই আসনে ভোটার সংখ্যা ৩০৫৯৯৭ জন।

 

Bootstrap Image Preview