Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাগুরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৫:৪৩ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৫:৪৪ PM

bdmorning Image Preview


শামীম খান, মাগুরা প্রতিনিধিঃ

মাগুরা শিশু ও চক্ষু হাসপাতাল চত্বরে প্রায় তিন হাজার চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

আজ রবিবার ন্যাশনাল আই কেয়ারের সহযোগিতায় আছাদুজ্জামান মেমোরিয়াল ফাউন্ডেশন এ ক্যাম্পের আয়োজন করা হয়।

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবল প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পের উদ্বোধন করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী, সিভিল সার্জন ডাক্তার মুন্সী ছাদুল্লাহ,জেলা আওয়ামী লীগ নেতা শাখারুল ইসলাম শাকিল, ডাক্তার বাবুল রশিদ প্রমুখ।

ক্যাম্পে আসা সাধারন রোগীদের বিনামুল্যে ওষুধ সরবরাহ করা হয়। পাশাপাশি বাছাই ছানি রোগীদের উন্নত চিকিৎসার জন্য সরকারি ব্যবস্থাপনায় ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে পাঠানো হবে বলে জানান আয়োজকরা ।        

Bootstrap Image Preview