Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি, দুপুর ১টায় সংবাদ সম্মেলনে জানাবেন ডা. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০১:৪৩ AM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০১:৪৩ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে বিএনপি। এ বিষয়ে রবিবার দুপুরে নিজের অবস্থান জানাবেন গণফোরামের সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেন।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বেইলি রোডে তার বাসভবনে সাংবাদিকদের তিনি বলেন, দুপুর ১টায় সংবাদ সম্মেলন করে নির্বাচন নিয়ে বিস্তারিত জানানো হবে। এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে জাতীয় প্রেসক্লাবে।

জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেবে কি না- এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, ‘আর তো বেশি সময় নেই, সব কালকে জানানো হবে। নিজ দলের সবার সাথে আলোচনা করেই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

এ সময় সন্ধ্যার পর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে শুরু হওয়া জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বৈঠক থেকে আমাকে ফোনে জানানো হয়েছে আলোচনা চলছে, খুব ভালো আলোচনা চলছে।

এদিকে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে আরো আলোচনা করে ২০ দলীয় জোট দুয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছেন ২০ দলের অন্যতম শরিক এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল ড. অলি আহমেদ।

তবে তিনি বলেছেন: দেশে নির্বাচনী পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। শনিবার রাতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে ২০ দলের বৈঠক শেষে তিনি জোটের অবস্থান তুলে ধরেন।

রবিবারের মধ্যে জোটগতভাবে নির্বাচনে যাওয়ার বিষয়টি ইসিকে জানাতে হবে, সেক্ষেত্রে ২০ দল কী করবে? এমন প্রশ্নের জবাবে অলি বলেন: অবশ্যই নিবন্ধনভুক্ত যেসব দল আছে তারা চিঠি লিখবে। চিঠির ভাষা এরকম হবে, যদি আমরা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করি, সেক্ষেত্রে অনেকে আমরা নিজস্ব দলীয় প্রতীকে অংশগ্রহণ করব, অনেকে ২০ দলীয় জোটের শীর্ষ দল বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করবে।

কর্নেল অলি বলেন, জোটের প্রধান দল বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলে আগামী দুই দিনের মধ্যে নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, আমাদের প্রধান দাবি ছিল খালেদা জিয়ার মুক্তি, সেটা এখনো পূরণ হয়নি। বিরোধী নেতাকর্মীদের হয়রানি না করার প্রতিশ্রুতি কাগজে কলমে রয়ে গেছে। এখনো গ্রেপ্তার, মামলা অব্যাহত রয়েছে। এসব বিষয় নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

২০ দলের বৈঠকের সভাপতি বলেন, আগামী দুই দিনের মধ্যে ২০ দলীয় জোট, আমাদের মূল দল বিএনপি জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত জাতির সামনে উপস্থাপন করবে।

অলি আহমদ আরও বলেন, অবশ্যই ২০ দলীয় জোটের সিদ্ধান্ত হয়েছে। তবে শুধু ২০ দলীয় জোট নয় জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে কথা বলে মতামত নিয়ে নির্বাচনে যাওয়া না যাওয়ার সিদ্ধান্ত জাতিকে জানানো হবে।

এর আগে সেখানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্ত নিয়ে ২০ দলের বৈঠকে আলোচনা হবে।

তিনি আরো বলেন, আজ রাতেই খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের পর ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামার হোসেনের বাসায় গিয়ে বৈঠকের সিদ্ধান্ত সাংবাদিকদের জানানো হবে।

তফসিল ঘোষণার আগে একাধিকবার নির্বাচন কমিশনে গিয়ে তা পিছিয়ে দেওয়ার দাবি জানিয়েছিল জাতীয় ঐক্যফ্রন্ট। তবে তা অগ্রাহ্য করেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি।

এর আগে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ৭ দফা দাবিতে ক্ষমতাসীন জোটের সঙ্গে দুই দফায় সংলাপে বসে জাতীয় ঐক্যফ্রন্ট। 

Bootstrap Image Preview