Bootstrap Image Preview
ঢাকা, ২৪ শুক্রবার, মে ২০১৯ | ৯ জ্যৈষ্ঠ ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

শ্রেণীকক্ষের প্রজেক্টর স্ক্রিনে পর্নগ্রাফি, মুখ ঢাকল শিক্ষার্থীরা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৭:০৫ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৭:০৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের পাঠদানের জন্য আধুনিক সংযোজন হলো প্রজেক্টর। এর মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে তথ্যবহুলভাবে পাঠদান করতে পারেন শিক্ষক। শ্রেণিকক্ষে নতুন একটি বিষয় পড়ানোর জন্য প্রোজেক্টরের সঙ্গে নিজের কম্পিউটারের সংযোগ করান একজন শিক্ষক। তিনি একটি ভিডিও চালু করে দূরে গিয়ে দাঁড়ান। শিক্ষার্থীরা দেখছিলেন সেই ভিডিও। এরমধ্যেই সেই প্রোজেক্টরে শুরু হয়ে যায় পর্ন ছবি। শিক্ষক দৌঁড়ে এসে সেই ভিডিও বন্ধ করেন দেন।  

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’ এর এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি তাইওয়ানের নিউ তাইপেই সিটির একটি কলেজের। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, এক শিক্ষক ভরা ক্লাসে প্রোজেক্টরের মাধ্যমে একটি ভিডিও চালান। তার পরেই পর্ন ক্লিপ চালু হয়ে যায়, যা দেখে হাসিঠাট্টা শুরু করেন উপস্থিত শিক্ষার্থীরা। পরে ভুল বুঝতে পেরে ভিডিওটি বন্ধ করে দেন ওই শিক্ষক।

কিন্তু ক্লাসে উপস্থিত কোনো এক শিক্ষার্থী পুরো ঘটনার ভিডিও আপলোড করে দেন সোশ্যাল সাইটে। তার পরেই ২০ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। যাতে দেখা যায়, পর্ন ক্লিপ দেখে বই দিয়ে মুখ ঢাকছেন অনেকেই। এই ঘ্টনায় ওই শিক্ষকের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়েছে কিনা তা এখনও জানা যায়নি।

তবে এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার এমন ঘটনা সামনে এসেছে। এ বছরের সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে কানাডার টোরান্টো বিশ্ববিদ্যালয়েও একই ঘটনা ঘটেছিল।

Bootstrap Image Preview