Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাঙ্গাবালী হামিদিয়া মহিলা দাখিল মাদ্রাসা দুই যুগেও হয়নি এমপিওভুক্ত

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধিঃ
প্রকাশিত: ১০ নভেম্বর ২০১৮, ০৩:১৯ PM
আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ০৩:২০ PM

bdmorning Image Preview


দুই যুগেও এমপিওভুক্ত হয়নি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার রাঙ্গাবালী হামিদিয়া মহিলা দাখিল মাদ্রাসা। পাবলিক পরীক্ষাগুলোতে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ভালো ফলাফল করলেও এখনো পায়নি কোন অবকাঠামোগত সুবিধা গ্রামীণ  জনপদের নারী শিক্ষাকে এগিয়ে নেওয়ার ব্রত নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষকরা পাঠদান করে গেলেও পাচ্ছেন না সরকারি বেতন ভাতা। ফলে উপজেলার একমাত্র এ মহিলা মাদ্রাসার শিক্ষক ও কর্মচারীরা তাদের পরিবার নিয়ে পার করছেন মানবেতর জীবন।  

সংশ্লিস্ট সূত্রে জানা যায়, পশ্চাৎপদ গ্রামীণ জনপদের শিক্ষিত করতে ১৯৯৩ সালে প্রায় দুই একর জমি নিয়ে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। জমিদাতা মোসা.হামিদা বেগমের নামে মাদ্রাসার নামকরণ করা হয় রাঙ্গাবালী হামিদিয়া মহিলা মাদ্রাসা। ২০০২ সালে প্রতিষ্ঠানটি দাখিল মাদ্রাসা হিসেবে স্বীকৃতি পায়। ২০০৪ সালে সর্বপ্রথম ১২জন ছাত্রী প্রতিষ্ঠানটি থেকে দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন। ২০০৫ সালে দাখিল পরীক্ষায় ২২জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে এবং ১৭ জন সন্তোষজনক ফলাফল নিয়ে কৃতকার্য হয়। ২০০৬ সালে ২৪জনের ২০জন কৃতকার্য হয়। ২০১১ সালে ২৭জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ ও দুই জন ছাত্রী জিপিএ-৫ পায়।

শুধু তাই নয়, প্রতিষ্ঠানটি উপজেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিও লাভ করে। সর্বশেষ ২০১৮ সালের দাখিল পরীক্ষায় ৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। শতভাগ পাশ ও একজন জিপিএ ফাইভ পেয়ে রাঙ্গাবালী উপজেলার প্রথম স্থান অধিকার করে।

বর্তমানে প্রতিষ্ঠানটিতে ৩৮৫ জন শিক্ষার্থীর বিপরীতে ১৮ জন শিক্ষক-কর্মচারী রয়েছে। সকল দিক থেকে প্রতিষ্ঠানটি এগিয়ে থাকলেও দীর্ঘ দুই যুগেও এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীদের মাঝে দিন দিন বাড়ছে হতাশা।

মাদ্রাসা সুপার মাওলানা সাইফুল ইসলাম জানান,  দীর্ঘ ২৪-২৫ বছর ধরে শিক্ষকেরা বেতন ভাতা না পেলেও ভালো ফল করে আসছে প্রতিষ্ঠানটি। কিন্তু এমপিওভুক্ত হয়নি এখনও। নন-এমপিও শিক্ষক কর্মচারীরা আন্দোলন করলে প্রধানমন্ত্রীর আশ্বাসে তা প্রত্যাহার করা হয়। কিন্তু এখনও পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করেনি সরকার।

রাঙ্গাবালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোকলেছুর রহমান জানান, পাঠদানসহ ফলাফলের দিক থেকে রাঙ্গাবালী উপজেলার অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে রাঙ্গাবালী হামিদিয়া মহিলা দাখিল মাদ্রাসা। মাদ্রাসাটির শিক্ষকদের বেতন ভাতা না থাকায় তারা অনেক কষ্টে জীবনযাপন করছেন। এটা অত্যন্ত দু:খ জনক।




 

Bootstrap Image Preview