Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আইয়ুব বাচ্চুর স্মরণে গাইলেন চার শিল্পী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:০৫ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০৬:০৫ PM

bdmorning Image Preview


রুপালী গিটার যাদুকর আইয়ুব বাচ্চুকে স্মরণ করে গাইলেন চার তরুণ সঙ্গীতশিল্পী তানভীর তারেক, শুভ, কর্ণিয়া ও বৃষ্টি। তারা মূলত বিভিন্ন অনুসঙ্গে সম্পৃক্ত ছিলেন এই রকলিজেন্ডের সাথে। এই দেশের নন্দিত উপস্থাপক আনজাম মাসুদের পরিকল্পনায় এই ট্রিবিউট গানটির সঙ্গীতায়োজন করেছিলেন জাহিদ বাশার পংকজ।

দীর্ঘ ২৩ বছর ধরে তানভীর তারেক এবি কিচেনের আড্ডা, আইয়ুব বাচ্চুর একাধিক গান লেখা, তার সাক্ষাৎকার ছাপানো থেকে শুরু করে ঢাকার বাইরে একাধিক কনসার্টের সফরসঙ্গী হওয়ার মধ্য দিয়ে গড়ে উঠেছিল এক আত্মিক সম্পর্ক। একই সাথে একাধিক গানের সৃষ্টি দেখেছেন তার স্টুডিওতে। একই সাথে আইয়ুব বাচ্চুর তত্ত্বাবধানে ডিরকস্টার রিয়েলিটি শো থেকেই তারকা হয়েছেন সঙ্গীতশিল্পী শুভ।

এদেশের মঞ্চে রক গান গাওয়া মেয়েদের সংখ্যা খুবই কম। কিন্তু নারী কন্ঠে একাধিক স্টেজে নিয়মিত আইয়ুব বাচ্চু ও এলআরবি’র গান গেয়ে থাকেন জনপ্রিয় কণ্ঠ শিল্পী কর্ণিয়া। আর এই বিশেষ ট্রিবিউট টু এবি’র গানের আয়োজনে তার কন্ঠে শোনা যাবে ‘আমি কষ্ট পেতে ভালোবাসি’ জনপ্রিয় এই গানটি।

একই সাথে বাংলাদেশি আইডল রিয়েলিটি শো থেকে উঠে আসা গায়িকা বৃষ্টি যার অন্যতম বিচারক ছিলেন আইয়ুব বাচ্চু। আর তারই স্মরণে তিনি গাইবেন ‘সেই তুমি কেন এতো অচেনা হলে’ লাখো ভক্তের পছন্দের এই গানটি। আর সবশেষে এ চারজন একসাথে গাইবেন এবি’র আরেকটি জনপ্রিয় গান ‘আর বেশি কাঁদালে উড়াল দেবো আকাশে’।

দেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘পরিবর্তন’ এ এই পরিবেশনাটি প্রচার হবে আগামি ১৮ নভেম্বর, রোববার রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে। সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় আনজাম মাসুদ এই অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্থনা, উপস্থাপনা ও নির্দেশনা দিয়েছেন।

Bootstrap Image Preview