Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৫ হাজার ৯২ জন সিনিয়র স্টাফ নার্সের যোগদান

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০২:৩৯ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০২:৩৯ PM

bdmorning Image Preview


বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত ৫ হাজার ৯২ জন সিনিয়র স্টাফ নার্স বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। এর আগে বর্তমান সরকারের সময়েই ২০১৬ সালে প্রায় ১০ হাজার নার্স সরকারি হাসপাতালগুলোতে নিয়োগ পান।

এ উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এর আগে বর্তমান সরকারের সময়েই ২০১৬ সালে প্রায় ১০ হাজার নার্স সরকারি হাসপাতালগুলোতে নিয়োগ পান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নার্সদের চাকরি দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করেছেন। তাঁরই নির্দেশনায় গত তিন বছরে দুই দফায় প্রায় ১৫ হাজার নার্স নিয়োগ দিয়ে তৃণমূল পর্যায় পর্যন্ত হাসপাতালগুলোর নার্স সংকট দূর করেছে সরকার।

এ ছাড়া একই সময়ের মধ্যে ৬ হাজারের বেশি চিকিত্সক নিয়োগ দেওয়া হয়েছে এবং আরো ৬ হাজার চিকিত্সক নিয়োগ প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। 

Bootstrap Image Preview