Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিশ্বনাথে কাজীর বিরুদ্ধে অবৈধভাবে বিয়ে দেওয়ার অভিযোগ  

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ১০:৪৯ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ১০:৪৯ PM

bdmorning Image Preview
প্রতীকী


বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের কাজী মো. নূর উদ্দিনের বিরুদ্ধে অবৈধভাবে বিয়ে সম্পাদনের অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) ওই এলাকার ৩০জন স্বাক্ষরিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দেয়া হয়েছে।

স্বারকলিপিতে উল্লেখ করা হয়, দৌলতপুর ইউনিয়নের কাজী মো. নূর উদ্দিন ও তার সহযোগি মো. কবির উদ্দিন দীর্ঘদিন ধরে এলাকায় জাল জন্ম নিবন্ধন তৈরি করে বাল্যবিয়েসহ অবৈধভাবে বিয়ের কাজ সম্পাদন করে আসছেন। সম্প্রতি চার দিনের ভেতরে দৌলতপুর ইউনিয়নের সত্তিশ গ্রামের এক কন্যাকে একই গ্রামের দুইবরের কাছে দুইবার বিয়ে দেয়ার কাজ সম্পাদন করেছেন। ফলে ওই গ্রামের দুই বরের পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

যে কোনো সময় ওই দুই পরিবারের মধ্যে মারামারি হওয়ার আশঙ্কা রয়েছে। কাজী নূর উদ্দিন গত ২ নভেম্বর দৌলতপুর ইউনিয়নের সত্রিশ (রমজানপুর) গ্রামের ১৩ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে গোপনে সম্পাদন করেন। এ বিষয়গুলো তদন্তপূর্বক তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে দাবী জানান অভিযোগ প্রদানকারীরা।

এ ব্যাপারে কাজী মো. নূর উদ্দিন বলেন, আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ভিত্তিহীন, বানোয়াট ও মিথ্যা।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার বলেন, অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনিয় ব্যাবস্থা নেয়া হবে।

Bootstrap Image Preview