Bootstrap Image Preview
ঢাকা, ২৩ বুধবার, অক্টোবার ২০১৯ | ৮ কার্তিক ১৪২৬ | ঢাকা, ২৫ °সে

বালিয়াডাঙ্গীতে ৩ হাজার ২৫৩ কৃষক পাবেন কৃষি প্রণোদনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ১০:৩৮ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ১০:৩৮ PM

bdmorning Image Preview


বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

কৃষির অগ্রযাত্রা অব্যাহত রাখতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নের সাড়ে ৩ হাজার ২শ' ৫৩ কৃষক বিনামূল্যে বীজ ও রসায়নিক পাবে বলে জানিয়েছে বালিয়াডাঙ্গী কৃষি সম্প্রসারণ অধিদফতর।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান মাসুদ, উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোসাব্বেরুল হক, কৃষি অফিসার শাফীয়ার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, উপ-সহকারী কৃষি কর্মকর্তা তপন মাহমুদসহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস আরও জানায়, রবি ও খরিপ ১/২০১৮-২০১৯ মৌসুমে ১০০০ জন কৃষককে ভুট্টা বীজ, ৭২০ জন কৃষক সরিষা বীজ, ১০ জন কৃষক বিটি বেগুন বীজ, ১৫২৩ জন কৃষক মুগডাল বীজের পাশাপাশি রসায়নিক সার প্রদান করা হবে।

Bootstrap Image Preview