Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

মাটিরাঙ্গা আ' লীগ কার্যালয়ে বোমা হামলায় অভিযোগে বিএনপি নেতা আটক

আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ১০:১৩ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ১০:৪৯ PM

bdmorning Image Preview


মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় মাটিরাঙ্গা পৌর বিএনপি'র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর মো: নুরুল আলম রানাকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বিকাল ৫ টার দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়। আটকের পরপরই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মো: জাকির হোসেন বলেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অন্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ১ নভেম্বর রাত পৌনে ৮টার দিকে মাটিরাঙ্গা উপজেলা আ.লীগ কার্যালয়ের সামনে পেট্রোল ও ককটেল বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। উক্ত ঘটনায় আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের দুই কর্মী আহত হয়। ঘটনার পর থেকেই মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা এ ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে আসছেন।

বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে বিএনপির ১১ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো: আলাউদ্দিন লিটন।   
 

Bootstrap Image Preview