Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

তফসিল ঘোষণার পর আওয়ামী লীগের আনন্দ মিছিল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ১০:১২ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ১০:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকাসহ সারা দেশে আনন্দ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আজ সন্ধায় রাজধানীর বাংলামটর, শাহবাগ, মগবাজার, সাতরাস্তার মোড়, ফার্মগেট, ধানমন্ডি, মুগদা, বারিধারা, মিরপুরসহ বিভিন্ন স্থানে বের হয় মিছিল।

নেতা-কর্মীরা আওয়ামী লীগের দলীয় প্রতীক ‘নৌকা’, ‘নৌকা’ স্লোগানে মুখর করে রাখেন রাজপথ। সেই সঙ্গে উচ্চারিত হয় দলীয় স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

এর আগে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) তফসিল ঘোষণা করেন।

আওয়ামী লীগের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, তফসিল ঘোষণার মধ্য দিয়ে নির্বাচন নিয়ে জনগণের যে ধোঁয়াশা ছিল, তা কেটে গেছে। নির্বাচনে সব দল অংশ নেবে বলেও প্রত্যাশা করেন তিনি।

এর আগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।

আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ নভেম্বর।'

Bootstrap Image Preview