Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে বিআরটিএ'র ১০ মাসে সাড়ে ৬ কোটি টাকার বেশি রাজস্ব আয়

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৮:৩৪ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৮:৩৪ PM

bdmorning Image Preview


ঝিনাইদহ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) গত ১০ মাসে সাড়ে ৬ কোটি টাকার বেশি রাজস্ব আয় করেছে। মোটরসাইকেল রেজিস্ট্রেশন, নবায়ন ও রুট পারমিটসহ ১৭টি খাত থেকে এই রাজস্ব আয় হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি রাজস্ব আয় হয়েছে রেজিস্ট্রেশন থেকে। দফতরটি ৫ হাজার ২৩৬টি যানবহনের রেজিস্ট্রেশন থেকে ৩ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার টাকা, ট্যাক্স টোকেন থেকে ১ কোটি ৪০ লাখ ৬৮ হাজার টাকা ও মালিকানা বদলি থেকে ৯৯ লাখ ৬৬ হাজার টাকা আয় করেছে।

ঝিনাইদহ বিআরটিএর সহকারী পরিচালক বিলাস সরকার তথ্য নিশ্চিত করে জানান, ভ্যাট বা ট্যাক্সসহ হিসাব করলে রাজস্ব আয়ের পরিমাণ ৫০ কোটি ছাড়িয়ে যাবে। এই টাকা শুধু যানবাহন রেজিস্ট্রেশন, নবায়ন ও রুট পারমিটসহ ১৭টি খাত থেকে এসেছে।

তিনি আরো বলেন, আমরা সেবা দিতে সবাই কাজ করছি। কেউ হয়রানী হোক সেটা চাই না। তাই সময়ের বাইরেও আমরা কাজ করছি। 

Bootstrap Image Preview