Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাউজ অব কমন্সের স্পিকাররের সাথে শিরীন শারমিনের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৮:৩০ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৮:৩০ PM

bdmorning Image Preview


স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের স্পিকার মি. জন বারকাউ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ‘ওমেন এমপি’স অব দ্যা ওয়াল্ড’ সম্মেলনে অংশগ্রহণের জন্য ওয়েস্ট মিনিস্টার হলে পৌঁছালে হাউজ অব কমন্সের স্পিকার তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। সকালে হাউজ অব কমন্সের চেম্বার হলে ‘ওমেন এমপি’স অব দ্যা ওয়াল্ড’ সম্মেলনের উদ্বোধন করা হয়।

সাক্ষাৎকালে তারা দুই দেশের পার্লামেন্টের বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ‘ওমেন এমপি’স অব দ্যা ওয়াল্ড’ সম্মেলনের সফলতা কামনা করেন।

লন্ডনের স্থানীয় সময় অনুযায়ী আজ বিকেলে স্পিকার ‘এন্ডিং ভায়োলেন্স এগেইনস্ট উইমেন এন্ড গার্ল’ শীর্ষক সেশনে সভাপতিত্ব করবেন।

গতকাল স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে’র আমন্ত্রণে ১০ ডাউনিং স্ট্রিট এ নৈশভোজে অংশগ্রহণ করেন।

Bootstrap Image Preview