Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রপতির সাথে ৮টি দেশের রাষ্ট্রদূতদের সাক্ষাৎ

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৫:৪৮ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৫:৫০ PM

bdmorning Image Preview


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সাথে বাংলাদেশে নবনিযুক্ত বিশ্বের ৮টি দেশের রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন। এ সময় তারা নিজ নিজ পরিচয়পত্র রাষ্ট্রপতির হাতে তুলে দেন।

বুধবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূতরা হলেন, ইরানের রাষ্ট্রদূত মো. রেজা নাফার।  

ডেনমার্কের রাষ্ট্রদূত ইউনি এস্ট্রাপ প্যাটারসেন।

পোল্যান্ডের রাষ্ট্রদূত আদাম বিউরাকৌসি।

কাজাখস্তানের রাষ্ট্রদূত বারলেবাই সাদেকুভ।

উগান্ডার রাষ্ট্রদূত দিনাস গ্রেস আকেলো।

ঘানার রাষ্ট্রদূত মাইকেল আরন নি নরটি অকুয়ায়ি।

শ্লোভাক রিপাবলিকের রাষ্ট্রদূত ইভান লেনকেরিক।

অস্ট্রিয়ার রাষ্ট্রদূত ব্রিজিতি অপিনগার ওয়ালসোফার।

এ সময় রাষ্ট্রপতি বাংলাদেশে তাদের দায়িত্ব পালনকালে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

রাষ্ট্রপতি তাদেরকে বলেন, এর মাধ্যমে দেশগুলোর সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। পারস্পারিক শ্রদ্ধা ও কল্যাণ সংক্রান্ত বিষয়ে আমরা কাজ করবো।

রাষ্ট্রপতি বাংলাদেশে তাদের সাফল্য কামনা করেন।

Bootstrap Image Preview