Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নাশকতা মামলায় জামাত-বিএনপির ৬ নেতাকর্মী গ্রেফতার

মোঃ মিঠুন মাহমুদ, জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০১:০৭ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০১:০৭ PM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বিভিন্ন স্থান থেকে নাশকতা মামলাসহ জামাত -বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে গত বুধবার রাতে উপজেলার কেডিকে ও আন্দুলবাড়িয়ায় ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, জীবননগর পৌর-সভার পোষ্ট অফিস পাড়ার মৃত্যু করিম ব্যাপারীর ছেলে জীবননগর পৌর সভার সাবেক মেয়র হাজী মো.নোয়াব আলীর ভাই বিএনপি  নেতা তাজুল ইসলাম (৫২), আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাজার পাড়ার মৃত মোশারেফ হোসেনের ছেলে বদরউদ্দিন বুদো (৫৫), আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির একাংশের সাধারণ সম্পাদক আন্দুলবাড়িয়ার বজলুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান সোনা(৪৫), কেডিকে ইউনিয়নের দেহাটি গ্রামের আবুল কালামের ছেলে জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক তানভীর আহমেদ রাজিব (৩৭), আন্দুলবাড়িয়া ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি বাজার পাড়ার আহসান হাবিবের ছেলে সাইদুর হাসান বাপ্পি (২৫) ও জীবননগর পোষ্ট অফিস পাড়ার নওশের আলী ছেলে জামায়াত কর্মী আব্দুর রশিদকে (৫২)। 

আজ বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে নাশকতামূলক মামলায় কোটে চালান করে দেওয়া হবে বলে জানান জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ গনি মিয়া। 

 

Bootstrap Image Preview