Bootstrap Image Preview
ঢাকা, ২৪ বুধবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জয়পুরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ড, একই পরিবারের ৩ জন নিহত

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ১২:৪৮ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ১২:৪৮ PM

bdmorning Image Preview


জয়পুরহাট পৌর শহরের আরামনগর এলাকার একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একই পরিবারের ৩জন নিহত হয়েছে।নিহতরা হলো আব্দুল মোমিন, মোমিনের মেয়ে বৃষ্টি এবং রুহুল আমীন।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার আব্দুল মোমিনের বাসায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আরো ৫ জন দগ্ধ হয়েছে। আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক।

পুলিশ সুপার রশীদুল হাসান জানান, বুধবার রাত সাড়ে ৯টার সময় আরামনগর এলাকার দুলাল হোসেন (৬৫) এর তিন কক্ষ বিশিষ্ট বাড়িতে আগুন লাগে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় পরিবারের ৮ সদস্য সকলেই বাড়ির ভেতরে নিজ নিজ কক্ষে  ছিলেন। ফলে কেউ বের হতে পারেন নি। প্রতিবেশী সেলিম জানালা ভেঙ্গে আহতদের উদ্ধারের চেষ্টা করেন এবং খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে। দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনলেও ঘটনাস্থলে ৩ জনের মৃত্যু হয়। আহত ৫ জনকে উদ্ধার করে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়।

দগ্ধরা হচ্ছেন- গৃহকর্তা দুলাল হোসেন (৬৫), ছেলের বউ পরিনা খাতুন (৩৩), নাতনি হাসি (১৩), খুশি (১৩) ও দেড় বছরের শিশু নূর। তাদের শরীরের প্রায় ৭০ থেকে ৭৫ ভাগ পুড়ে গেছে বলে জানান আধুনিক জেলা হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. মফিউর রহমান। 

Bootstrap Image Preview