Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে ১০ টাকা কেজি মূল্যের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ১২:০৪ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ১২:০৪ PM

bdmorning Image Preview


মো. রমজান আলী, নান্দাইল, (ময়মনসিংহ) প্রতিনিধি:

সরকারের জনবান্ধব কর্মসূচির ১০টাকা কেজি মূল্যের চাল বিতরণে ওজনে কম দেওয়ার এক গুরুতর অভিযোগ পাওয়া গেছে। সরকারের কঠোর হুশিঁয়ারী থাকা সত্বেও থেমে নেই চাল বিক্রির অনিয়ম ও দুর্নীতি।

জানাযায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারে জনপ্রতি ভোক্তভোগীকে ১০ টাকা কেজি মূল্যের ৩০ কেজি চাল দেওয়ার কথা। কিন্তুু ৩০ কেজি চাল বিতরণে ২৫/২৬ কেজি চাল দেওয়া হচ্ছে। এতে প্রতি ভোক্তভোগী ৪/৫ কেজি করে চাল ওজনে কম পাচ্ছে। এ নিয়ে এলাকায় জনমনে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

তাই উক্ত ক্রেতারা স্থানীয় ইউপি সদস্য আনিছুল হক আঞ্জু ও মো. জালাল মেম্বরসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টি নজড়ে দেয়া হয়। এতে ওজনে কম পাওয়ায় হাতে-নাতে অনিয়ম ধরা পড়ে।

কালেঙ্গা বাজারের চাল বিতরণে দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. নুরুল হক জানান, বুধবার সকালে চাল বিতরণ শুরু করে প্রশাসনিক কারণে তিনি নান্দাইল সদরে চলে আসেন। এই সুযোগে ডিলার মো. আবু এমরান ওজনে কম দিয়েছেন বলে আমি জানতে পারি।

ডিলার জানান, ৪/৫ জনের চাল ওজনে কম হয়েছিল। পরে উপজেলা নির্বাহী অফিসারের উপস্থিতিতে তা পূরণ করা হয়েছে।

মোয়াজ্জেমপুর ইউনিয়নের সদস্য আঞ্জু মিয়া ও জালাল মেম্বার জানান, উক্ত ডিলার প্রতি মাসেই চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি করে থাকেন। তারা ডিলারশীপ বাতিল করে নতুন ডিলার নিয়োগের দাবি জানিয়েছেন। 


 

Bootstrap Image Preview