Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় ট্রাক্টর-বাইসাইকেল সংঘর্ষে চালক নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ১০:৩৮ AM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ১০:৩৮ AM

bdmorning Image Preview


চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ট্রাক্টর ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে ইমরান হোসেন কটা (৫৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে।

গতকাল সোমবার সন্ধা ৬ টার দিকে এঘটনা ঘটে। নিহত কটা উপজেলা পীরপুরকুল্লা গ্রামের মৃত. ইছাহাক বাঘের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের পীরপুরকুল্লা গ্রামের ইমরান হোসেন কটা সোমবার সন্ধা ৬ টার দিকে কার্পাসডাঙ্গা বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফেরার সময় বিপরীত মুখি আসা রসিকপুর গ্রামের আক্তার খাঁর ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাই সাইকেল চালক কটা সড়কের উপর ছিটকে পড়ে মারাত্মক  ভাবে আহত হয়। এসময় পথচারীরা ইমরান হোসেন কটাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাইক্রোযোগে দামুড়হুদা উপজেলা স্বাস্থকমপ্লেক্সে নেয়। সেখানে কতর্ব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ আশরাফ তাকে মৃত ঘোষণা করেন। 

দামুড়হুদা মডেল থানার ডিউটি অফিসার এএসআই মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১০ পর্যন্ত নিহতর পরিবারে পক্ষ থেকে কেই কোন অভিযোগ না করায় পুলিশ কোন পদক্ষেপ নিতে পারেনি। তবে তবে অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও জানান, নিহতর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে তারা এ বিষয়ে কোন মামলা মোকদ্দমা করবে না। 

Bootstrap Image Preview