Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

‘হ্যাকারদের হাতে ফেসবুক’ চিন্তায় বিনিয়োগকারীরা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ১১:০২ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ১১:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


গত সেপ্টেম্বরে ফেসবুকের সবচেয়ে বড় নিরাপত্তা ত্রুটির বিষয়টি ধরা পড়ে। এ সময়ে প্রায় ৩ কোটি ব্যবহারকারীর ফোন নম্বর ও ই-মেইল ঠিকানা হ্যাকারদের হাতে বেদখল হয়ে যায়। এছাড়াও সাম্প্রতিককালে ফেসবুকের আয় ও ব্যবহারকারী দুটিই কমেছে। এ নিয়ে নিজেদের অসন্তোষের কথা জানিয়েছে ফেসবুক বিনিয়োগকারীরা।

জানা যায়, গত সেপ্টেম্বরসহ তিন মাসে ফেসবুকের আয় কমেছে প্রায় ৩৩ শতাংশ! যার মূল্য প্রায় ১ হাজার ৩৭৩ কোটি ডলার। সবমিলিয়ে বর্তমানে ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা দুই কোটি ২৭ লাখ! প্রতিবছর ব্যবহারকারী বাড়ার হার প্রায় ১০ শতাংশ। প্রতিদিনের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৪৯ কোটি; যা প্রতি বছর বাড়ার হার ৯ শতাংশ।

তবে বিশ্লেষকদের ধারণা, বর্তমানে মাসিক ব্যবহারকারীর সংখ্যা ২২৯ কোটি এবং প্রতিদিনের ব্যবহারকারী ১৫১ কোটি।

সর্বশেষ ফেসবুকের প্রকাশিত তথ্য অনুযায়ী, ফেসবুকসহ হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রাম অথবা ফেসবুক মেসেঞ্জার প্রতিমাসে ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২৬০ কোটি। এছাড়া প্রতিদিন গড়ে ফেসবুকের মালিকানাধীন নানাধরনের অ্যাপস ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২০০ কোটি!

এত বিচার-বিশ্লেষণের পরেও আয় কমে যাওয়ায় চিন্তিত ফেসবুকের বিনিয়োগকারীরা। সবমিলিয়ে চলতি বছর প্রতিষ্ঠানটির জন্য বেশ চিন্তায় আছেন বিনিয়োগকারীরা।

বিপুল পরিমাণ ফেসবুক ব্যবহারকারীদের ডেটা বেহাত, তথ্য বিকৃতি বা মিথ্যা তথ্য ছড়ানো, নির্বাচনকেন্দ্রীক ফেসবুকের নানা কার্যক্রমের কারণে এমনটা ঘটছে বলে মনে করা হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে আগামী বছর ঘুরে দাঁড়ানোর সম্ভাবনার কথাও জানিয়েছেন ফেসবুক কর্তাব্যক্তিরা।

Bootstrap Image Preview