Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে ২ দিনে শতাধিক ব্যক্তির নামে মামলা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৪:৫৫ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৪:৫৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে গত ১ ও ৩ নভেম্বর এই দুই দিনে শতাধিক ব্যক্তির নামে পৃথক পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। এতে পর পর মামলা হওয়ায় গ্রেফতার আতঙ্কে পড়ছে এলাকাজুড়ে।

গত বৃহস্পতিবার নান্দাইল মডেল থানার এসআই মো. নূরুল হুদা বাদী হয়ে ৪১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে নাশকতা, অর্ন্তঘাতমূলক কর্মকাণ্ড ও সরকারি কাজে বাধায় ১৫ (৩) ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন তৎসহ ১৪৩/১৮৬/৩৫৩/৩৩২/৩৪ পেনাল কোড-১৮৬০ রুজু করেন। মামলা নং ০২ (০১/১১/২০১৮ইং)।

মামলার কয়েকজন আসামি হলেন- আবুল কালাম আজাদ, সাবেক পৌর মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল, এনামুল হক কাদির, মাহাবুবুর রহমান আকন্দ, রেজাউল করিম, শাহাব উদ্দিন, মকবুল হোসেন, সুলতান, খায়রুল ইসলাম, শওকত আলী, আবুল বাশার প্রমুখ। সকলের নাম জানা জায়নি।

বিএনপি নেতৃবৃন্দ। অপরদিকে নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা নং ০৩ (০৩/১১/২০১৮ইং)।

নান্দাইল থানার ওসি কামরুল ইসলাম মিঞা বলেন, নাশকতার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। কাউকে গ্রেফতার করা হয়নি, গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview