Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

'শেখ হাসিনা একের পর এক বিজয় ছিনিয়ে এনেছেন'

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৪:৪১ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৪:৪১ PM

bdmorning Image Preview


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐকান্তিক প্রচেষ্টায় পরাজয়কে মুছে দিয়ে একের পর এক বিজয় ছিনিয়ে এনেছেন। বর্তমান সরকারের আমলে শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, শিল্প, খাদ্য, যোগাযোগ, কৃষিসহ দেশের সব সেক্টরে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে।

সোমবার (৫ নভেম্বর) নওগাঁর আত্রাইয়ে ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ সরকারিকরণ ও ৫০ বছরপূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এক সময়ের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে তিনি এখন সারা বিশ্বের বুকে রোল মডেলে পরিণত করতে সক্ষম হয়েছেন। এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান।

উৎসব উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। অনুষ্ঠানের প্রথমেই এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে কলেজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি।

মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মাহবুবুল হক দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান এবাদ, রাজশাহী শাহ্ মখদুম কলেজের সাবেক অধ্যক্ষ মোল্লা মো: সোহরাবুল আহসান (রোমিও), উপজেলা নির্বাহী কর্মকর্তা ছানাউল ইসলাম, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ।

Bootstrap Image Preview