Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে প্রেসব্রিফিং

আসাদ গাজী, শরীয়তপুর প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০৩:০৮ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০৩:০৮ PM

bdmorning Image Preview


সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে জনগণকে অবহিত ও সম্পৃক্তকরণের লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়া উপজেলা তথ্য অফিস ও নড়িয়া প্রশাসনের আয়োজনে প্রেসব্রিফিং করা হয়েছে।

সোমবার (৫ নভেন্বর) সকাল ১০ টায় ঘড়িষার বাংলা বাজার শিশু নিকেতনে প্রেসব্রিফিং করেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিন ও জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন।

এসময় নজিদা ইয়াছমিন বলেন, বর্তমান সরকার ১০ বছরে বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করেছেন। বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা খাতে, বিদ্যুৎ খাতে, স্বাস্থ্য খাতে, কৃষি, নারীর ক্ষমতায়ন, যোগাযোগ, ডিজিটাল বাংলাদেশসহ বিভিন্ন খাতে উন্নয়ন করেছে।

জেলা তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিগত ১০ বছরে সকল বিষয়ে উন্নয়ন করেছেন। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তার বিশেষ উদ্যোগের মধ্যে নারীর ক্ষমতায়, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎ, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, পরিবেশ সুরক্ষা, আশ্রয়ন প্রকল্প, বিনিয়োগ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, শিক্ষা সহায়তা কর্মসূচি ও একটি বাড়ি একটি খামার প্রকল্প কাজ করে সাফল্য অর্জন করেন। 

এ সময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ঘড়িসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ রব খান, উপজেলা প্রকল্প অফিসের সহকারি গিয়াস উদ্দিন সরদার।

Bootstrap Image Preview