Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে আইন শৃংঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সাথে ওসি'র মতবিনিময়

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০১৮, ০১:৩৬ PM
আপডেট: ০৫ নভেম্বর ২০১৮, ০১:৩৬ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাই উপজেলার সার্বিক আইন শৃংঙ্খলার উন্নয়নে গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় একযোগে কাজ করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন।

রবিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় তার নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় উপস্থিত ছিলেন, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক নাজমুল হক নাহিদ, ফরিদুল আলম পিন্টু, রুহুল আমিন, আব্দুল মজিদ মল্লিক, আল-আমিন মিলন, ছাবেদ আলী, ওমর ফারুক, ফিরোজ কবির।

মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোবারক হোসেন তার বক্তব্যে উপজেলার মাদক নিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধ, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড কঠোর হস্তে প্রতিহত করার ঘোষণা দেন।

আত্রাই উপজেলার সার্বিক আইন শৃংঙ্খলার উন্নয়নে তিনি স্থানীয় গণমাধ্যম কর্মী, সমাজসেবি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে ঐক্যমতের ভিত্তিতে একযোগে কাজ করার মধ্য দিয়ে এ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন।
 

Bootstrap Image Preview