Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভর্তিচ্ছুদের পাশে ইবি শাখা ছাত্রলীগ

ইবি প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৭:৫০ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৭:৫০ PM

bdmorning Image Preview


ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বিভিন্ন সহায়তা ও সেবা নিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে শাখা ছাত্রলীগ। 

দলীয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষা উপলক্ষে শিক্ষার্থী ও অভিভাবদের জন্য বিভিন্ন সহায়তার আয়োজন করেছে সংগঠনটি। ক্যাম্পাস গেইটে প্রায় ৩ শতাধিক আসন সম্বলিত অভিভাবক কর্ণার, ভর্তিচ্ছু শির্ক্ষাথীদের আবাসন ব্যবস্থায় হলে হলে হেল্পডেস্ক, শেখ রাসেল হলে স্বার্থ্যসেবা কর্ণার, শিক্ষা উপকরণ বিতরণ, অ্যান্টি র‌্যাগিং ইউনিটসহ নানা সেবা।

ছাত্রলীগের এসব কার্যক্রমে সন্তষ প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অবিভাবকরা। ভর্তি পরীক্ষার সময় ছাত্রলীগের এমন কর্মকান্ড অব্যহত রাখার পরামর্শও দিয়েছেন অনেকে।

এদিকে ভর্তি পরীক্ষার প্রথম দিন (আজ) ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় শাখ ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম। এসময় তারা বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে অবিভাবকদের কাছে লিপলেট বিতরণ ও ভোট চান।

এছাড়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের একটি বাণী দলীয় নেতা-কর্মীদের ফেসবুকের বিভিন্ন আইডি থেকে ভাইরাল হয়েছে। বাণীতে বলা হয়েছে “তোমাদের যদি কোথাও থাকার জায়গা না থাকে তাহলে আমার রুমে আসো।

বিভিন্ন সেবা সম্পর্কে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, ‘আমরা ভর্তিচ্ছুসহ তাদের অভিভাবকদের আবাসন সমস্যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। প্রতিটি হলে হেল্পডেস্ক স্থাপন করে শতাভাগ আবাসন নিশ্চিতে নেতাকর্মীরা কাজ করছে। এছাড়া র‌্যাগিং এবং জালিয়াতির বিরুদ্ধে আমরা শক্ত অবস্থানে রয়েছি। আশা করছি সবার সহযোগিতায় একটি সুষ্ঠু ও সুন্দর পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন বলেন, ‘শিক্ষা, শান্তি ও প্রগতির মশালবাহী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থ সংশ্লিষ্ট কর্মকাণ্ডে নিয়োজিত। এরই ধারাবাহিতকায় এবারও আমরা ভর্তিচ্ছুদের সর্বোচ্চ সহযোগীতায় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি। যেগুলো বাস্তবায়নে সর্বস্থরের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।’  

Bootstrap Image Preview