Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আবাদপুকুর মহাবিদ্যালয়ের আইসিটি ভবনের উদ্বোধন উপলক্ষে চলছে নানা প্রস্তুতি

সুকুমল কুমার প্রামানিক, রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৫:১৪ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৫:১৪ PM

bdmorning Image Preview


নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর মহাবিদ্যালয়ের নবনির্মিত ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবনের উদ্বোধন উপলক্ষে চলছে নানা প্রস্ততি। আগামী ৬ নভেম্বর এ ভবনের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

কলেজের অধ্যক্ষ জি.এম মাসুদ রানা জুয়েল জানান, বর্তমান সরকার শিক্ষাঙ্গনে অভূতপূর্ব উন্নয়ন সাধিত করেছে। ১৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবন নির্মাণ করা হয়েছে, যার মধ্যে আবাদপুকুর মহাবিদ্যালয় একটি। 

আবাদপুকুর মহাবিদ্যালয়ের এই নবনির্মিত ৪ তলা বিশিষ্ট আইসিটি ভবনটির নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি টাকা।

ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, আবাদপুকুর মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও কালিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম বাবলু। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, স্থানীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। 

এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন, নওগাঁ পুলিশ সুপার মো: ইকবাল হোসেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, রাণীনগর থানার ওসি এএসএম সিদ্দিকুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

Bootstrap Image Preview