Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএসএফের হাতে বাংলাদেশি রাখালের মৃত্যু

জাহিদ হাসান মিমপা, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৪:৫২ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৪:৫২ PM

bdmorning Image Preview


চাঁপাইনবাগঞ্জের জহুরপুর টেক সীমান্তে এক বাংলাদেশি রাখালকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র বিরুদ্ধে। নিহত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের নিশিপাড়া গ্রামে মংলু মাঝির ছেলে ডালিম মাঝি (২৩)। 

নারায়নপুর ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন হুদা ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জোহরপুর টেক সীমান্তের আর্ন্তজাতিক মেইন সীমান্ত পিলার ১৯/৪ এলাকা দিয়ে গরু আনতে যায় একদল বাংলাদেশি রাখাল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র পাতলাটোলা ক্যাম্পের জওয়ানরা ডালিমকে ধরে ফেলে এবং রাইফেল দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে নিহত ডালিমের সাথে থাকা সঙ্গীরা তার লাশ উদ্ধার করে তার বাড়ীতে নিয়ে আসে।

পাঁকা ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান জানান, ঘটনাটি সত্য। ডালিম মাঝিসহ কয়েকজন বাংলাদেশি রাখাল জহুরপুর টেক সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। ভারতীয় সীমান্ত এলাকার ৩ কিলোমিটার অভ্যন্তরে ডালিমের লাশ দেখতে পেয়ে অন্য রাখালরা আজ রবিবার ভোর ৬টার দিকে বাড়িতে নিয়ে আসে। পরে তার লাশ দাফন করে। নিহতের দেহে কোন গুলির চিহ্ন নাই তবে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, বিষয়টি আমরা শুনেছি কিন্তু নিশ্চিত নই বিএসএফ’র তাকে হত্যা করেছে। কারন সীমান্ত থেকে অনেক দুরে বাংলাদেশের ভেতরে তার লাশ পাওয়া গেছে। নিহত ডালিমের লাশ এখন তার বাড়িতে আছে, আমরা খোঁজ খবর নিচ্ছি প্রকৃত তথ্য উৎঘাটনের জন্য।

Bootstrap Image Preview