Bootstrap Image Preview
ঢাকা, ২০ শনিবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেশকে মেধাশুন্য করতেই জাতীয় চার নেতাকে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:৪৫ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:৪৫ PM

bdmorning Image Preview


সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

১৯৭৫ সালের এই দিনে ঘাতকেরা বাংলাদেশকে নেতৃত্ব ও মেধাশুন্য করতেই এমন একটি জঘন্য কাজ করেছে। তারা জাতির জনককে সপরিবারে হত্যার পর জাতীয় চার নেতাকে জেলখানায় গুলি করে হত্যার মাধ্যমে দেশে কালো অধ্যায়ের সূচনা করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন, দিনাজপুর-৬ আসনের সাবেক এমপি আজিজুল হক চৌধুরী।

শনিবার (৩ নভেম্বর) নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়ায় বাজারে জেলহত্যা দিবস পালন কালে তিনি এ সব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জেলহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ নিবেদন ও আলোচনা সভা হয়েছে।

এতে বক্তব্য রাখেন, সাবেক এমপি আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা নূরে আলম সিদ্দিকী, আবু তাহের, মোস্তাফিজুর রহমান, শাফি, রানু, মনছের মাষ্টার প্রমুখ।

Bootstrap Image Preview