Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে জেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির সভা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:০৩ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৮:০৩ PM

bdmorning Image Preview


সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানে জাতীয় শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় শহরের হিলটন হোটেলের কমফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিকলীগ বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ মুছা কোম্পানীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

জাতীয় শ্রমিকলীগ বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় পরিচিতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুর রহমান, আব্দুর রহিম চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাশ প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় শ্রমিকলীগ বান্দরবান জেলা শাখার নব গঠিত কমিটিকে আগামী একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য বীর, উন্নয়নের রূপকার, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিকে ষষ্ঠ  বারের মত নির্বাচনে জয়লাভ করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে। শ্রমিকলীগের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রম অবশ্যই আগামীতে বান্দরবানে আবার নৌকা প্রতীককে বিজয় করতে সক্ষম হবে।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি জাতীয় শ্রমিকলীগ বান্দরবান জেলা শাখার নবগঠিত কমিটির সকল সদস্যদের আন্তরিকতার সাথে কাজ করার আহ্বান জানিয়ে সকল নেতাকর্মী, সমর্থকদের ধন্যবাদ জ্ঞাপন ও নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।
 

Bootstrap Image Preview