Bootstrap Image Preview
ঢাকা, ২৫ বৃহস্পতিবার, এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে জেলহত্যা দিবস পালিত

মোঃ রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:৩০ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৭:৩০ PM

bdmorning Image Preview


মোঃ রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার স্মৃতিস্তম্ভ উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন উপজেলা সদরে মহাসড়কের পাশে নির্মিত চার নেতার স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে উদ্বোধন করা হয়। 

এসময় নান্দাইল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, নান্দাইল থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ইসলাম মিঞা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েলসহ উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

উল্লেখ্য, স্বাধীনতার ৪৭ বছর পর এই প্রথম জাতির জনক বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার স্মরণে নান্দাইলে একটি দৃশ্যমান স্মৃতিসৌধ বর্তমান সংসদ সদস্য মো. আনোয়ারুল আবেদীন খাঁন তুহিনের পরিকল্পনায় পৌরসভার অর্থায়নে পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়ার তত্বাবধানে এই স্মৃতিসৌধ নির্মিত হওয়ায় স্বাধীনতার পক্ষে জনগণ অভিনন্দন জানিয়েছেন। 
 

Bootstrap Image Preview