Bootstrap Image Preview
ঢাকা, ১৯ মঙ্গলবার, মার্চ ২০২৪ | ৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

আরএফএল’র ফ্যান ভেঙে আহত জেএসসি পরীক্ষার্থী, বাবার মামলা দায়েরের সিদ্ধান্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৫৪ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৬:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর ধানমন্ডিতে আরএফএল’র একটি সিলিং ফ্যান ঘূর্ণায়মান অবস্থায় রড থেকে ভেঙ্গে পড়ে আহত হয়েছে জয়িতা নামের এক জেএসসি পরীক্ষার্থী। এই ঘটনায় মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন মেয়েটির বাবা জিটিভি’র কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর অঞ্জন রায়।

বৃহস্পতিবার দিবাগত রাতে এই ঘটনা ঘটে। ঘটনায় জয়িতা নামের মেয়েটি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন তার বাবা-মা।

সাংবাদিক অঞ্জন রায় জানিয়েছেন, তিন বছর আগে আরএফএল গ্রুপের ক্লিক নামের ফ্যানটি কেনা হয়েছে। যার ওয়ারেন্টি ছিলো দশ বছরের।

তিনি জানান, ফ্যানটি চলন্ত অবস্থায় তার মেয়ে জয়িতার ওপরে ভেঙে পড়ে। তাতে মেয়েটি পায়ে আঘাত পায়।

অঞ্জন রায় আরও বলেন, ফ্যানটি ভেঙ্গেছে মাঝের রড থেকে- যার দায় পুরোপুরিই এই সামগ্রী নির্মাতাদের।

অঞ্জন রায় বলেন, ফ্যানটি মাথার ওপর পড়লে হয়তো দিনটি আমাদের পরিবারের শুধু না-বন্ধু, স্বজনদের জন্যও একটি ভয়াবহ দিন হতে পারতো। এই ঘটনাটি সহজে ছেড়ে দেয়ার মানে নেই। বিষয়টি আইনিভাবে দেখার সিদ্ধান্ত নিয়েছি।

ক্ষুব্ধ বাবা সবার কাছে প্রশ্ন রাখেন, ‘যে কোম্পানি সেবার ওয়ারেন্টি দিয়ে এমন ঘাতক প্রডাক্ট বাজারে ছাড়ছে-তাদের কি আমরা আমাদের হত্যার লাইসেন্স দিয়েছি?’

Bootstrap Image Preview