Bootstrap Image Preview
ঢাকা, ২৩ মঙ্গলবার, এপ্রিল ২০২৪ | ১০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নবাবগঞ্জে ২১৮ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সৈয়দ রোকনুজ্জামান রোকন, নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০৪:২৮ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০৪:২৮ PM

bdmorning Image Preview


ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, র‌্যাব-১৩, দিনাজপুর এর একটি আভিযানিক দল দিনাজপুরেরর নবাবগঞ্জে ২১৮ বোতল ফেনসিডিলসহ মোঃ আল আমিন (২৭) নামে এক মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে। 

শুক্রবার (২ নভেম্বর) রাতে উপজেলার মতিহারা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আসামি আল আমিন বিরামপুরের বিজুল সরকারপাড়ার মোঃ গোলাম মোস্তফার ছেলে।

কোম্পানী অধিনায়ক সিপিসি-১, র‌্যাব-১৩, দিনাজপুর বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন, দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং বিভিন্ন জায়গা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত।

র‌্যাব বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, উক্ত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক সংক্রান্ত মামলা চলমান রয়েছে।

Bootstrap Image Preview