Bootstrap Image Preview
ঢাকা, ১৯ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

‘হাজীর বিরিয়ানী’ গানটি নিষিদ্ধের দাবিতে ৭১ শিল্পীর অভিযোগ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০১৮, ০২:২৭ PM
আপডেট: ০৩ নভেম্বর ২০১৮, ০২:২৭ PM

bdmorning Image Preview


মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দহন’ এর ‘হাজীর বিরিয়ানী’ গানটি প্রকাশের পর থেকে ‘রুচিহীন’ কিছু শব্দের ব্যবহার মেনে নিতে পারছেন না সংগীত সংশ্লিষ্ট মানুষজন। বিতর্কিত এই অশ্লীল গান যেন কোনোভাবেই চলচ্চিত্রে ব্যবহৃত না হয়, এমন অনুরোধ করা হয়েছে। গত বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যায় তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করেছেন চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সুরকার, সংগীত পরিচালক ও গীতিকারদের একটি প্রতিনিধি দল।

বাংলাদেশের সিনেমায় এ ধরনের গান যেন নিষিদ্ধ করা হয় এবং ‘হাজির বিরিয়ানি’ গানটি যেন কোনোভাবেই সেন্সর ছাড়পত্র না পায় এমনটাই অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রীকে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন বলে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।

আবেদনপত্রে গানটি নিয়ে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানানো সংগীতাঙ্গনের ৭১ জন গায়ক, গায়িকা, সুরকার, সংগীত পরিচালক ও গীতিকারের স্বাক্ষর যুক্ত করে দেওয়া হয়েছে। বিকেল চারটার কিছু আগে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের সঙ্গে দেখা করেছেন সুরকার ও সংগীতপরিচালক আলাউদ্দীন আলী, শেখ সাদী খান, ফরিদ আহমেদ, শওকত আলী ইমন, গায়ক শুভ্র দেব ও গীতিকার কবির বকুল।

প্রতিমন্ত্রী তাদের আশ্বস্ত করে জানিয়েছেন, এই ধরনের গান তো ছবিতে থাকার প্রশ্নই আসে না। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।

‘হাজীর বিরিয়ানী’ গান নিয়ে এর আগে কিংবদন্তি সুরকার আলম খান বলেছিলেন, ‘গান পরিচ্ছন্ন হওয়া উচিত। গানে অশ্লীল শব্দের ব্যবহার কখনোই কোনো অবস্থাতেই কাম্য নয়। এখানে কোনো যুক্তি চলে না। ভদ্র সমাজ অশ্লীল গানকে গ্রহণ করতে পারে না। ভালো গান চর্চা হওয়া উচিত। গানে অশ্লীলতাকে কোনোভাবেই প্রশ্রয় দেয়া যাবে না।’

সুরকার ও সংগীত পরিচালিক আলাউদ্দিন আলী বলেন, ‘ফেসবুকে এই গানটি নিয়ে সাধারণ জনগণই কথা বলছেন। বিতর্ক হচ্ছে। এ নিয়ে ফরিদ আহমেদ ও শওকত আলী ইমন একটি প্রতিবাদলিপি নিয়ে আসলে আমি সেখানে সই করেছি। আমি মনে করি সংগীতের সাথে জড়িত প্রত্যেককেই গানে অশ্লীল শব্দ ব্যবহারে প্রতিবাদ করা উচিত।’

উল্লেখ্য, জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দহন’ এর ‘হাজীর বিরিয়ানী’ শিরোনামের গানটি। গানের কথা লিখেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায়। এতে সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন আকাশ সেন। রায়হান রাফী পরিচালিত ‘দহন’ ছবির এই আলোচিত গানে ঠোঁট মিলিয়েছেন সিয়াম আহমেদ। ছবিতে সিয়াম ছাড়াও অভিনয় করেছেন পূজা চেরী, জাকিয়া বারী মম ও রাজ রিপা।

Bootstrap Image Preview