Bootstrap Image Preview
ঢাকা, ২৯ শুক্রবার, মার্চ ২০২৪ | ১৫ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

চরভদ্রাসনে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন সম্পন্ন

মনির হোসেন পিন্টু, চরভদ্রাসন প্রতিনিধিঃ  
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৮:০৬ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৮:০৬ PM

bdmorning Image Preview


শেখ হাসিনার উদ্যোগে ঘরে ঘরে বিদ্যুতের আওতায় ফরিদপুরের চরভদ্রাসনে উপজেলা পরিষদ সভা কক্ষে গণভবন হতে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।  

বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরাসরি ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নানামূখি উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরার পাশাপাশি তিনি এসময় চরভদ্রাসন ও আলফাডাঙ্গাসহ ১০৬টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

তিনি বলেন, বর্তমান সরকার দেশকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করে চলছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের বেশির ভাগ জেলা ও উপজেলা এখন শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে।

চরভদ্রাসন উপজেলা প্রশাসন ও ফরিদপুর পল্লীবিদ্যুতের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এজি.এম. বাদল আমিন ও বিশ্বনাথ শিকদার প্রকল্প পরিচালক বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোড, ঢাকা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত) প্রভাংশ সোম মহান, থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুস সালাম, প্রাণী সম্পদ কর্মকর্তা দিবস রঞ্জন বাকচি, যুবউন্নয়ন কর্মকর্তা কে.এম. আনুয়ারুল করিম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শফিউদ্দিন খালাসি, সদর ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, সাংবাদিক মেজবাহ্ উদ্দিন, সাংবাদিক মনির হোসেন পিন্টু ও ফরিদপুর পল্লীবিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় ব্যক্তিবর্গ প্রমুখ। 

এদিকে, শতভাগ বিদ্যুতের শুভ উদ্বোধনকে ঘিরে উপজেলা পরিষদ মঞ্চে সন্ধ্যা ৬টায় শেখ হাসিনার উদ্যোগ 'ঘরে ঘরে বিদ্যৎ' এ প্রতিপাদ্য আলোচনা সভা, ভিডিও ক্লিপ প্রদর্শনী, মনোজ্ঞ সাংস্কতিক অনুষ্ঠান, আতশবাজিসহ ফরিদপুর পল্লীবিদ্যুতের পক্ষ থেকে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 

Bootstrap Image Preview