Bootstrap Image Preview
ঢাকা, ২৮ বৃহস্পতিবার, মার্চ ২০২৪ | ১৪ চৈত্র ১৪৩০ | ঢাকা, ২৫ °সে

সুন্দরবন দস্যুমুক্ত: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০১:৫১ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০১:৫১ PM

bdmorning Image Preview


সুন্দরবনের আত্মসমর্পণকৃত ১৩৮ জন সাবেক জলদস্যুকে আজ সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেককে ১ লাখ টাকার অনুদান চেক হস্তান্তর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় ৬টি সক্রিয় জলদস্যু বাহিনীর প্রধানসহ মোট ৫৪ জন জলদস্যু ৫৮টি অস্ত্র এবং ৩ হাজার ৩৫১ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।

র‍্যাব সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার ১ নভেম্বর সকাল ১০ ঘটিকায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে র‍্যাব এর তত্ত্বাবধানে বাগেরহাটের শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য সুন্দরবনের ৬টি জলদস্যু বাহিনীর আত্মসমর্পণ অনুষ্ঠানে বিশেষ ভাষণ প্রদান করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমি এ মুহূর্তে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করলাম। এর ফলে পর্যটক ও জেলেরা নির্বিঘ্নে সুন্দরবনে চলাচল করতে পারবেন। আত্মসমর্পণ করা বনদস্যুরা স্বাভাবিক জীবনে ফিরে আসার পর তাদের পুনর্বাসনের উদ্যোগ হচ্ছে। এ জন্য আমাদের আহ্বানে সাড়া দিয়ে যারা আত্মসমর্পণ করেছে তাদের এক লাখ করে টাকা দিচ্ছি। যেন এ দিয়ে তারা নিজ নিজ গ্রামে কাজ করে খেতে পারে।

উক্ত অনুষ্ঠানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যগণ, স্থানীয় এমপি, স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডিজি র‍্যাব ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ২০১২ সালে উপকূলীয় এলাকায় বনদস্যু, জলদস্যুদের দমনের জন্য র‍্যার , পুলিশ, কোস্টগার্ড, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয় পর থেকে পর্যায় ক্রমে আত্মসমর্পণ করতে শুরু করে এই অঞ্চলের দস্যুরা।

র‍্যাব সূত্রে জানা য়ায়, ইতোপূর্বে মোট ২৬টি বাহিনীর সর্বমোট ২৭৪ জন জলদস্যু, বনদস্যু আত্মসমর্পণ করেছেন। তারা ৪০৪টি অস্ত্র এবং ১৯ হাজার ১৫৩ রাউন্ড গুলি জমা দেয়।

Bootstrap Image Preview